রাঙামাটিতে ২ সপ্তাহব্যাপী শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ রবিবার সকালে রাঙামাটি সদর হাসপাতালে শিশুদের এ প্লাস ভিটামিন খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এসময় রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. মো. শওকত আকবর ও রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা উপস্থিত ছিলেন।
রাঙামাটি সিভিল সার্জন সূত্রে জানা যায়, রাঙামাটির ২টি পৌরসভা এবং ১০টি উপজেলার ৬ মাস হতে ৫৯ মাস বয়সী ৮ হাজার ৯৮১ শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ১০৬টি কেন্দ্রের মাধ্যমে ৯ হাজার শিশুকে এই ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে। এবার রাঙামাটিতে ক্যাম্পেইন চলাকালীন সময় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯১৮ জন শিশুকে নীল রং এবং ৬ মাস হতে ৫৯ মাস বয়েসী ৭২ হাজার ৬৩ জন শিশুকে ১টি করে লাল রং'র ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।