রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্টিম জেনারেটর দিল অটোম্যাশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ১৫:২৩

রাশিয়ার এইম টেকনোলোজির ভলগোদনস্ক শাখা থেকে (রোসাটমের যন্ত্র উৎপাদনকারী শাখা জে এস সি অটোমেনার গোম্যাশ) বাংলাদেশে নির্মাণাধীন প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুরের’ জন্য স্টিম জেনারেটর পাঠিয়েছে।

দুই মাস আগে রিয়্যাক্টর ভেসেলসহ (পারমাণবিক চুল্লি) এর প্রথম অংশ এসে পৌঁছেছে। আরও দুটি স্টিম জেনারেটর সেপ্টেম্বর মাসে রাশিয়া থেকে জাহাজে পাঠানো হয়েছে।

চারটি স্টিম জেনারেটরের শেষেরটিকে কারখানা থেকে স্থানান্তর করে অন্য তিনটি অংশের সঙ্গে জাহাজে তোলা হবে, যার মোট ওজন প্রায় ১০০০ টন। এরপর যন্ত্রাংশগুলো নভোরোসিস্কে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে এগুলো ১৪০০০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে পৌঁছাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us