ট্রাম্প-বাইডেন বিতর্কে জিতেছে চীন, হেরেছে গণতন্ত্র

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:০২

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিতর্কে অংশ নিয়েছেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনর বিশ্লেষণ, দুই প্রার্থীর বিতর্কে গণতন্ত্র হেরে গেছে, জিতে গেছে চীন। বিশ্লেষণে বলা হয়, দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র তাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিশ্বের সামনে আদর্শ হিসেবে তুলে ধরেছে। সারা বিশ্বে যুক্তরাষ্ট্র তার কর্তৃত্ব ফলিয়েছে। কিন্তু গত চার বছরে ট্রাম্প সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। এ সময় তিনি চীনের নেতা শি জিনপিং ও রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন।

নির্বাচনী প্রচারণার শুরু হতে না হতেই বাইডেনকে অবজ্ঞা করে নানা প্রচারণা চালিয়েছেন ট্রাম্প। আনুষ্ঠানিক বিতর্কেও তার ব্যতিক্রম হয়নি। তিনি যুক্তরাষ্ট্রে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিতর্কে তিনি দাবি করেছেন এ নির্বাচনে বড় ধরনের কারচুপি হতে পারে। সেজন্য সমর্থকদের তিনি কেন্দ্রে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন। মহামারী করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ডাকের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করেছেন। বিতর্কের সময়ও তিনি বলেছেন, এতে কারচুপি হবে। নির্বাচনের শেষটা শান্তিপূর্ণ নাও হতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us