আঞ্চলিক নির্বাচন অফিসের প্রশাসনিক কর্মকর্তা দোলোয়ার হোসেন জানান, জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ভুল আছে দাবি করে কয়েক মাস আগে তা সংশোধনের জন্য নির্বাচন অফিসে আবেদন করেন শামীম। জন্মতারিখ শনাক্তের জন্য তিনি এসএসসি পাশের সনদপত্র দেন। পরে যাচাইবাছাই করে দেখা যায় তার ওই সনদপত্র জাল। মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে ডাকা হয় তাকে। তিনি যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওযায় তাকে পুলিশে সোপর্দ করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।