রংপুরে এ কোন দুর্ভোগের জ্বালা

প্রথম আলো তুহিন ওয়াদুদ প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৪

কয়েক দিন আগে আলী হোসেন নামের এক বৃদ্ধ বলছিলেন, ‘সারা জীবন রংপুরোত কাটিল। শহরোত এত পানি উটপার দেখি নাই। এলা ঝরি (বৃষ্টি) হইলেই সড়ক ডুবি যায়, বাড়িত পানি ওঠে।’ এই কথা রংপুরে যাঁরা দীর্ঘদিন ধরে বাস করছেন, তাঁদের সবার। প্রাকৃতিক কারণে শহরে জলাবদ্ধতা তৈরি হয়নি; হয়েছে অপরিকল্পিত নগরায়ণ আর দুর্বল পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য।

বাংলাদেশের পরিচ্ছন্ন এবং বসবাসের উপযোগী শহর হিসেবে রংপুর ছিল অনন্য। যত বৃষ্টিই হোক না কেন, এই শহরে পানি জমে থাকত না। এর অন্যতম কারণ, শহরের ভেতরেই আছে কয়েকটি পানির প্রবাহ। রংপুর জেলায় নদীর সংখ্যা প্রায় ৩৩টি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us