ভারত-চিন সংঘাত: দেশের সেনার উপর আস্থা রাখুন, বললেন জয়শংকর

এইসময় (ভারত) প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৩

সেনা ও কূটনৈতিক স্তরে একাধিক বার বৈঠকের পরেও পূর্ব লাদাখে উত্তেজনার আঁচ বিন্দুমাত্র কমেনি। উলটে পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে, চিনা সেনা পিএলএ'র হানাদারি বন্ধ করতে ভারতকে গুলি চালানোর হুমকি দিতে হয়েছে। নয়াদিল্লি পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভারতীয় সেনা এ বার আর অস্ত্র হাতে নীরব দর্শক থাকবে না। লালফৌজ প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করলে, গুলি চালিয়ে দেবে। পরিস্থিতি কোন জায়গায় পৌঁছলে, চিনকে এমন হুমকি দিতে হয়, সে আন্দাজ আমরা করতেই পারি। তার উপর চিন পরিষ্কারই জানিয়ে দিয়েছে, ভারতের আর্জিতে তারা সেনা প্রত্যাহার করবে না। এমত অবস্থায় দু-দেশের মধ্যে উত্তেজনার পারদ যে আরও চড়বে, তা বলার অপেক্ষা রাখে না। তার পরেও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর আশাবাদী পরিস্থিতি বেশি দিন এমন থাকবে না। লাদাখের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আলোচনাই যে সমাধানের রাস্তা, তিনি তা আবারও জোর দিয়ে বলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us