কৃষি বিলের প্রতিবাদে রেল রোকো পঞ্জাবে, বিক্ষোভের আঁচ উত্তরপ্রদেশেও

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৮

নয়া কৃষি বিলের পক্ষে ব্যাট ধরে শুক্রবার ময়দানে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের ‘বিভ্রান্ত’ করার অভিযোগ তুলে বিঁধেছিলেন বিরোধীদের। আশ্বাসও দিয়েছিলেন সেই সঙ্গে। কিন্তু তাতে কাজ হল না। পঞ্জাব, হরিয়ানায় কৃষক বিক্ষোভের পারদ ধীরে ধীরে চড়ছে। শনিবার সেই তালিকায় যোগ হল উত্তরপ্রদেশও।

নয়া কৃষি বিলের প্রতিবাদে শুক্রবার ভারত বন্‌ধের ডাক দিয়েছিল দেশের কৃষক সংগঠনগুলি। প্রতিবাদের সেই ঝাঁঝটা বজায় রইল এ দিনও। অমৃতসরে রেললাইনের উপর বসে ‘রেল রোকো’ করছেন কৃষকরা। জামা খুলে বিক্ষোভ দেখাচ্ছেন। কর্মসূচির নেতৃত্বে কিসান মজদুর সংঘর্ষ কমিটি। প্রথমে ঠিক হয়েছিল, ২৬ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পর্যন্ত চলবে কর্মসূচি। কিন্তু এ দিন সংগঠনের সভাপতি সতনাম সিংহ পান্নু জানিয়ে দেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত রেল রোকো কর্মসূচি চলবে। গত বৃহস্পতিবার থেকে চলছে ‘রেল রোকো’। আন্দোলনের জেরে বিশেষ প্যাসেঞ্জার স্পেশ্যাল তুলে নিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। এ ছাড়াও কালকা, পিঞ্জোরে, রাইপুরানি এবং বারওয়ালা এলাকায় চলছে কৃষকদের বিক্ষোভ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us