ঠিকাদারের মামলায় আটকা তিন সড়কের সংস্কার কাজ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৫

ঠিকাদারের মামলার কারণে আটকে আছে মেহেরপুরের গাংনী উপজেলার তিনটি আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ। সড়ক তিনটি হলো- গাংনী উপজেলার বামুন্দী-কাজিপুর, কাজিপুর-নওদাপাড়া ও আকুবপুর-মোহাম্মদপুর হয়ে গোয়ালগ্রাম সড়ক।
খোঁজ নিয়ে জানা গেছে, টেন্ডার প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও ওয়ার্ক অর্ডার প্রদানে গরমিলের কারণ দেখিয়ে ঠিকাদারের মামলার কারণে গাংনীর এ তিনটি সড়কের উন্নয়ন কাজ তিন বছর ধরে বন্ধ আছে। এর ফলে সড়কে বেড়েছে খানাখন্দ। আশপাশের মানুষজনের দুর্ভোগও বেড়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

উপজেলা প্রকৌশল অধিদফতর অফিস (এলজিইডি) সূত্রে জানা গেছে, তিন বছর আগে বামুন্দী-কাজিপুর সড়ক এক কোটি ৫ লাখ, মোহাম্মদপুর-গোয়ালগ্রাম সড়ক এক কোটি ১৩ লাখ ও নওদাপাড়া-কাজিপুর সড়ক সংস্কারে প্রায় তিন কোটি টাকার টেন্ডার হয়। টেন্ডার

হওয়ার পর ঠিকাদার আদালতে একটি খোড়া অজুহাত দেখিয়ে একটি মামলা দিলে ওই সড়কগুলোর সংস্কার কাজ বন্ধ হয়ে যায়।
তবে ঠিকাদার চুয়াডাঙ্গা জেলার জাকাউল্লাহ জানান, একই দিনে ৯টা কাজের লটারি হয়। ৬টা কাজের অর্ডার দিলেও বাকি ৩টা কাজে এলজিইডির ভুল আছে অজুহাত দেখিয়ে কাজের পুনরায় টেন্ডার করে। ফলে দরপত্র আহ্বানের পরও কার্যাদেশ না পাওয়ায় আদালতে মামলা করতে বাধ্য হয়েছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us