হৃদরোগ, মাথাব্যথা, কৃমি ও বাতরোগে 'ঘোড়ানিম'

সমকাল প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:২২

স্নিগ্ধ ফুল, পাতা ও চমৎকার ডালপালার জন্য ঘোড়ানিম সবার পরিচিত। অনেকেই ভুল করে এই গাছকে আসল নিম মনে করেন। কিন্তু নাম প্রায় একই হলেও দুই নিমের মধ্যে বৈসাদৃশ্য অনেক। প্রকৃত নিম ঘনবদ্ধ পাতা ও অজস্র ডালপালায় বেশ ঝোপালো থাকে। সে তুলনায় ঘোড়ানিম স্বল্পপাতা ও ডালপালায় কিছুটা বিক্ষিপ্ত। তবে ফুলের ক্ষেত্রে ঘোড়ানিমই (Melia azedarach) রাজসিক। এ গাছের আরেকটি বৈশিষ্ট্য হলো গুচ্ছবদ্ধ হলদেটে ফলগুলো দীর্ঘদিন ঝুলে থাকে। তখন খুব সহজেই গাছটি আলাদা করে চেনা যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us