১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখের প্রথম আলোয় প্রকাশিত সোহরাব হাসানের কলাম ‘পেঁয়াজের ঝাঁজ, খিচুড়ির স্বাদ ও সরকারের ভাবমূর্তি’ আমাকে এই কলাম লিখতে অনুপ্রাণিত করেছে।
সরকারের প্রাইমারি স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্পে ৫০০ জন মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষককে ভারতের কেরালায় পাঠিয়ে ফিডিং ব্যবস্থাপনা সরেজমিনে দেখে আসার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছিল, যেটা নিয়ে দেশের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি তোলপাড় সৃষ্টি হয়েছে।
খিচুড়ি রান্না ও পরিবেশন শেখার জন্য বিদেশে ৫০০ জনকে পাঠানোর প্রস্তাবটি নিয়ে সর্বমহলে বিরূপ সমালোচনা হওয়ায় সরকারের নীতিপ্রণেতারা ব্যাখ্যা প্রদানের জন্য ব্যস্ত হয়ে পড়েন।