প্রেসিডেন্টের কাছে সুইডিশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র উপস্থাপন

মানবজমিন প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র উপস্থাপন করেছেন নবনিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে। গতকাল বঙ্গভবনে এক অনুষ্ঠানে পরিচয়পত্র উপস্থাপন করেন তিনি । এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস। এতে বলা হয়েছে, অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে বাংলাদেশ ও সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন লিন্ডে। অনুষ্ঠান শেষে দেয়া বক্তব্যে তিনি বলেন, নজিরবিহীন বৈশ্বিক পরিবর্তনের এ সময়ে আমাদের দুই দেশের ও জনগণের মধ্যকার বন্ধুত্ব এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টিম সুইডেনের বাকি সদস্য ও বাংলাদেশি সহযোগীদের নিয়ে আমি শক্তিশালী একটি পার্টনারশিপ গড়ে তোলার প্রত্যাশা করছি।প্রসঙ্গত, লিন্ডে ২০০৬ সালে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার আগে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক দুই মন্ত্রীর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া, এর আগে আফগানিস্তান, ভারত ও জাতিসংঘের সুইডেনের স্থায়ী মিশনেও কাজ করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us