দীর্ঘ ছয় মাস পর আবার মঞ্চে পা পড়ল সিলেটের সংস্কৃতিকর্মীদের। গান-নাচ, আবৃত্তি, নাটক পরিবেশন করে তাঁরা আবার জমিয়ে দিলেন মঞ্চ। আলো-অন্ধকারে সংস্কৃতিকর্মীরা তৈরি করলেন এক মায়াজাল। মঞ্চের লাল-নীল-সাদা আলোয় সৃষ্ট সেই মায়ায় আটকা পড়লেন দর্শকেরা।
করোনাভাইরাসের কারণে সিলেটে এত দিন সব ধরনের সাংস্কৃতিক আয়োজন বন্ধ ছিল। তাই গতকাল রোববারের এ আয়োজন ঘিরে সংস্কৃতি-অনুরাগীদের মধ্যে ছিল উত্তেজনা।