চরফ্যাশনে মাদ্রাসা শিক্ষক লাঞ্ছিত

মানবজমিন প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

মাদ্রাসা শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ঘটেছে চরফ্যাশন ওমরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে। এ ঘটনায় ভুক্তভোগী চরফ্যাশন করিম জান মহিলা কামিল মাদ্রাসার ইবতেদায়ীর শিক্ষক মাওলানা মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে একই এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা নুর ইসলামের ছেলে রফিক (৪৫)কে বিবাদী করে চরফ্যাশন থানায় গত শনিবার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ই সেপ্টেম্বর রাতে স্থানীয় জুয়াড়িদের নিয়ে রফিক তার নিজ বসতঘরে জুয়ার আসর জমালে থানা পুলিশ খবর পেয়ে অভিযান চালায়। এ সময় এক জুয়াড়িকে গ্রেপ্তার ও রফিকের মোটরসাইকেল আটক করে। পুলিশ ওই মোটরসাইকেলটি স্থানীয় আওয়ামী লীগ নেতার জিম্মায় রাখে। শিক্ষক মাওলানা মোহাম্মদ উল্লাহ জানান, আমি পরদিন শুক্রবার রফিকের ভাড়ায় চালিত হোন্ডাটি নিয়ে বাজারে যাওয়ার জন্য রফিককে ফোন দিলে সে আমাকে রাগান্বিত হয়ে লাইন কেটে দেয় এবং শনিবার সকালে সে আমাকে মোল্লাখালি চায়ের দোকানের সামনে এলোপাতাড়ি মারধর করে মূল্যবান কাগজপত্রের ব্যাগ ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করলে গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে থানায় অভিযোগ দেই ও জুয়াড়ি রফিকের বিচার প্রার্থনা করি। চরফ্যাশন থানার ওসি জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us