ফুটবলের উন্নয়নে সালাউদ্দিনের লম্বা ইশতেহার

এনটিভি প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৫

আগামী ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। টানা তিনবার সভাপতি পদে নির্বাচিত হওয়া কাজী সালাউদ্দিন এবারও একই পদে ভোটের লড়াইয়ে। নির্বাচনে জিতলে দেশের ফুটবলের উন্নয়নে কী অবদান রাখবেন, আজ রোববার রাজধানীর এক হোটেলে সেই ইশতেহার ঘোষণা করেন তিনি। সেইসঙ্গে তুলে ধরেন গত ১২ বছরে নিজের সাফল্যের চিত্র।

জাতীয় দল নিয়ে ছয়টি, ঘরোয়া ফুটবল নিয়ে নয়টি, নারী ফুটবল নিয়ে চারটি, উন্নয়ন প্রকল্প নিয়ে সাতটি ও টেকনিক্যাল বিষয় নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান কাজী সালাউদ্দিন।

তবে ইশতেহার নিয়েও প্রশ্নবিদ্ধ হন সাবেক এই তারকা ফুটবলার। ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশ দলকে বিশ্বকাপে খেলানোর আশ্বাস দিয়েছিলেন তিনি। এমন অসম্ভব পরিকল্পনা বাস্তবায়ন তো করতে পারেননি, বরং সমালোচিত হয়েছেন। র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের অবস্থান খুব একটা ভালো জায়গায় নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us