মেকআপ ব্রাশের মাধ্যমে সঠিকভাবে মেকআপ করা সম্ভব। মেকআপ ব্রাশ ব্যবহারের পাশাপাশি এর যত্ন নেয়াটাও জরুরি। এর মধ্যে মেকাপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত মেকআপ ব্রাশ পরিষ্কার না করলে, ব্রাশে লেগে থাকা মেকআপ প্রোডাক্টসের মাধ্যমে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। সেই মেকআপ ব্রাশ বারবার ব্যবহার করলে ত্বকে দেখা দেয় পিম্পল, র্যাশের মতো নানা রকম সমস্যা। তাই মেক-আপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করা আবশ্যক। কিন্তু কীভাবে পরিষ্কার করবেন মেকাপ ব্রাশ? চলুন জেনে নিই।
প্রথমেই বলব, মেক-আপ যতই দামি হোক, পরিষ্কার মেক-আপ টুলস ছাড়া কিন্তু তা মূল্যহীন! ত্বকের ক্ষতি আটকাতে মেক-আপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করুন।