মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:২৭

.tdi_2_06d.td-a-rec-img{text-align:left}.tdi_2_06d.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরুর প্রথম দিনেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইওমিংয়ে এ আগাম ভোট শুরু হয়। আগাম ভোটের প্রথম দিনই ভার্জিনিয়ার ফেয়ারফ্যাঙ ও আরলিংটনের কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দেখা গেছে। এদিকে জনমত জরিপে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। মিনেসোটার মিনিয়াপোলিস শহরের একমাত্র কেন্দ্রে প্রথম আধঘণ্টাতেই ৪৪টি ভোট পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভোটারের সবার মুখেই ছিল মাস্ক। নভেম্বরের ৩ তারিখ যুক্তরাষ্ট্রের সব রাজ্যে একযোগে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার তারিখ থাকলেও আগাম ভোটের সুবিধা থাকায় ৪ রাজ্যের নিবন্ধিত ভোটাররা মোটামুটি ৬ সপ্তাহ আগেই নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। করোনাভাইরাস মহামারীর কারণে এবার আগাম ও ডাকযোগে তুলনামূলক বেশি ভোট পড়বে বলে মনে করা হচ্ছে। চার রাজ্যে আগাম ভোট শুরুর দিনই মিনেসোটায় নিজ নিজ প্রচারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন একে অপরের কড়া সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভয়াবহ দুরবস্থার জন্য ট্রাম্পকে দায়ী করে বাইডেন বলেছেন, ‘তিনি (মার্কিন প্রেসিডেন্ট) এমনকী দায়িত্ব পালনের অভিনয়টুকুও করছেন না।” গতবারের নির্বাচনে ট্রাম্প মিনেসোটায় হিলারির কাছে সামান্য ব্যবধানে হেরেছিলেন। মধ্য পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে এবারও রিপাবলিকান এ প্রার্থী বাইডেনের তুলনায় বেশ পিছিয়ে আছেন বলে জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে। মিনেসোটায় জনমত জরিপে এগিয়ে থাকা বাইডেনের নির্বাচনী সম্ভাবনার প্রকৃত চিত্র ফুটিয়ে তোলে না। আদতে এর চেয়েও বেশি এগিয়ে আছেন তিনি। সাবেক শিল্পাঞ্চল ‘রাস্ট বেল্ট’ রাজ্যগুলোয়-মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়াতেও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। ২০১৬ সালের নির্বাচনে এই তিন রাজ্যেই হিলারির কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন ট্রাম্প।.tdi_3_8b2.td-a-rec-img{text-align:left}.tdi_3_8b2.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us