লংকান ক্রিকেট বোর্ডের ইতিবাচক সাড়া!

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:২৪

.tdi_2_bfb.td-a-rec-img{text-align:left}.tdi_2_bfb.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});তিন ম্যাচের টেস্ট সিরিজ উপলক্ষে বাংলাদেশকে আতিথ্য দিতে কোয়ারেন্টাইন ইস্যুতে দেশটির মন্ত্রণালয়ের সঙ্গে লংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) ইতিবাচক সভা হয়েছে। যদিও এ বিষয়ে তারা এখনো বিসিবিকে বিশদ কিছু্‌ই জানায়নি। তবে সফরকারী দলের বোর্ড আশা করছে আগামী দু-এক দিনের মধ্যেই তারা এ বিষয়ে স্বাগতিক বোর্ড থেকে স্ববিস্তারে জানতে পারবে। বাংলাদেশের বিপক্ষে ২৪ অক্টোবর থেকে অনুষ্ঠেয় টেস্ট সিরিজ সামনে রেখে কোয়ারেন্টাইন ইস্যুতে প্রায় এক সপ্তাহ যাবৎ বিভিন্ন মহলের সঙ্গে সভা করছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। কিন্তু গতকাল পর্যন্ত সফর নিয়ে লংকান ক্রিকেট বোর্ড থেকে কোন সিদ্ধান্ত পায়নি বিসিবি। তবে গতকাল দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, সিরিজটি নিয়ে তারা লংকান বোর্ড থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে বেশকিছু বিষয় শ্রীলংকান বোর্ডের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে একটা বিবৃতি গিয়েছে,যেহেতু সফরের সময় ঘনিয়ে আসছিল। এরপর আর আলোচনা হয়নি। যতটুকু জেনেছি বা শ্রীলংকান বোর্ড জানিয়েছে তা হল আমাদের বিষয়গুলো তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে এবং ইতিবাচক সভা হয়েছে। আমরা আশা করেছি আগামী দুই একদিনের মধ্যে তাদের কাছ থেকে দিক নির্দেশনা বা হেলথ প্রোটোকল পাব।’ ‘আসলে এই বিষয়টি এই মুহূর্তে কোন মন্তব্য করাটা ঠিক হবে না। তারা বলেছে যে আমাদের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে এবং তারা বলেছে ভালো একটা আলোচনা হয়েছে। এরপর এটার আউটকাম না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না।’.tdi_3_646.td-a-rec-img{text-align:left}.tdi_3_646.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us