দেশ যেভাবে এগিয়ে যাবে

চ্যানেল আই প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৯

দেশে কিংবা বিদেশে যে যেখানেই থাকি না কেন বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকেই স্বদেশের প্রতি অফুরান ভালবাসা, সুতীব্র আবেগ, মায়াময়ী সুশীতল স্পর্শ অনুভব করে থাকি। প্রকৃত অর্থে স্বদেশের প্রতি, নিজ দেশের প্রতি, নিজ জন্মভূমির প্রতি আবেগের বহি:প্রকাশ বর্ণনা করা দুঃসাধ্য। আমরা প্রত্যেকেই দেশকে হৃদয় দিয়ে অনুভব করে থাকি, পরম মমতায় দেশকে আগলে রাখার বদ্ধপরিকর শপথে উজ্জীবিত হয়ে দেশমাতার তরে যথার্থ ভূমিকা রাখতে চেষ্টার কমতি নেই। তবে কিছু ব্যতিক্রম যে রয়েছে সেটাও কিন্তু সঠিক। কেন তারা ব্যতিক্রম সে বিষয়ে অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

সারমর্ম হচ্ছে, দেশের জন্য কাজ করা, দেশের তরে মঙ্গল বয়ে আনা, দেশের ডাকে সাড়া দিয়ে কর্তব্য পালন করার মনোবাসনা প্রত্যেক নাগরিকের মধ্যে বিদ্যমান থাকে। অনেকেই হয়তো নানা জটিলতা, কর্মব্যস্ততা ও বাধা বিপত্তির কারণে দেশসেবায় মনোনিবেশ করতে পারেন না। তবে অন্যভাবে বললে বলা যায়, নিজের সেবা করা অর্থাৎ নিজের উন্নতিকল্পে, নিজের পরিবারের উন্নতিকল্পে কাজ করলেও দেশের সেবা হয়ে থাকে। কারণ, আপনি আমি নিজেদেরকে উন্নত এবং আধুনিক করতে পারলে দেশ প্রকারান্তরে অগ্রগতির সোপানে উন্নীত হবে। কাজেই মূল কথা হচ্ছে, ব্যক্তিকে নিয়ে দেশ, ব্যক্তির উন্নতি মানেই দেশের উন্নয়ন তবে সেই উন্নয়ন যত বেশি সামষ্টিক ও অর্থবহ হবে ততই বাংলাদেশের জন্য ইতিবাচক ও অগ্রসর হবে মনে করি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us