টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ হাজারী ক্লাবে তৃতীয় বাবর

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৮

.tdi_2_6e0.td-a-rec-img{text-align:left}.tdi_2_6e0.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});বহুল আলোচিত ইংল্যান্ড সফর শেষ করে অনেক আগেই দেশে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে দলটির সেরা ক্রিকেটার বাবর আজম থেকে গেছেন ইংল্যান্ডেই। সমারসেটের হয়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্ট খেলছেন পাকিস্তানি তরুণ। প্রথম কয়েকটা ম্যাচে রান না পেলেও কাল দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন পাকিস্তানি তারকা। যাতে দারুণ একটা মাইলফলকও হয়েছে। সমারসেটের হয়ে ওপেনিংয়ে নেমে ৬২ বলে ১১৪ রান করে শেষ অবদি অপরাজিত ছিলেন বাবর। তার ইনিংসে চারের মার ৯টি আর ছক্কা ৫টি। এই সেঞ্চুরিতে স্বীকৃত টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রান পূর্ণ হলো বাবরের। ১৪৫তম ইনিংসে এসে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁলেন পাকিস্তানি তারকা। যা তৃতীয় দ্রুততম। তার চেয়ে কম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রান করতে পেরেছেন কেবল ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল ও অস্ট্রেলিয়ার শন মার্শ।.tdi_3_4dd.td-a-rec-img{text-align:left}.tdi_3_4dd.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us