আমিরাতে আজ শুরু হচ্ছে এবারের আইপিএল

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫২

.tdi_2_315.td-a-rec-img{text-align:left}.tdi_2_315.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});আরো একবার নির্বাসনে চলে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্ব ক্রিকেটে সবচাইতে জাকঝমকপূর্ণ ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের এবারের আসর বসছে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। করোনার কারণে ভারতে এবারের আইপিএল আয়োজন করা সম্ভব হচ্ছেনা। ফলে আইপিএল আরো একবার চলে গেল নিজ দেশের বাইরে। অবশ্য এর আগেও দক্ষিণ আফ্রিকায় এবং সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছিল আইপিএল। আজ চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আইপিএল। আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে আজকের ম্যাচটি। এবারের আইপিএলে গ্রুপ পর্বে মোট ৫৬টি ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে । এর মধ্যে দুবাইতে হবে ২৪টি, আবুধাবিতে ২০টি ও শারজায় হবে ১২টি ম্যাচ। বেশিরভাগ দিনেই একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এক দিনে দুইটি ম্যাচ আছে মাত্র ৮দিন। এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল গত এপ্রিলে। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে চলছিল আলোচনা। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে কপাল খুলে আইপিএলের। আর ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় আরব আমিরাতে এবারের আইপিএলের আয়োজন করার। এবারের আইপিএলে অংশ নিচ্ছে ৮টি দল। এরই মধ্যে গত মাসের শেষের দিকে দল গুলো পাড়ি জমায় মরুর দেশে। সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে দল সমুহের ক্রিকেটার, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের। আর এই কোয়ারিন্টনে থাকাকালেও কোন কোন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়ে পড়ে। তবে একাধিকবার করোনা টেস্টের পর শেষ পর্যন্ত আজ মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। করোনা পরবর্তী সময়ে অবশ্য সবার আগে মাঠে ক্রিকেট নামায় ইংল্যান্ড। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, পাকিস্তানের পর অস্ট্রেলিয়া সফর করে গেছে দেশটিতে। ইংল্যান্ডের পর ক্রিকেট মাঠে গড়ায় ওয়েস্ট ইন্ডিজে। সেখানে সম্পন্ন হয়েছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। এবার তৃতীয় দেশ হিসেবে ক্রিকেট মাঠে গড়াতে যাচ্ছে আরব আমিরাতে। যেখানে বসছে বিশ্ব ক্রিকেটের সবচাইতে আলো ঝলমলে আসর আইপিএল। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মত আইপিএলও অনুষ্ঠিত হবে দর্শক বিহীন স্টেডিয়ামে। বরাবরের মত এবারের আইপিএলেও অংশ নিচ্ছে বিশ্বের সেরা সব তারকা ক্রিকেটার। যদিও এবারের আইপিএলে নেই বাংলাদেশের কোন ক্রিকেটার। সাকিব আল হাসান খেলতে পারছেন না আইসিসির নিষেধাজ্ঞার কারণে। আর পেসার মোস্তাফিজুর রহমান ডাক পেলেও তিনি খেলতে পারছেন না বাংলাদেশ দলের শ্রীলংকা সফর থাকায়। তারপরও বিশ্ব ক্রিকেটের দর্শকদের চোখ থাকবে সেই মরুর দেশ আরব আমিরাতের তিনটি স্টেডিয়ামের দিকে। কারন বিশ্ব সেরা তারকাদের মিলন মেলা যে সেখানেই বসছে।.tdi_3_595.td-a-rec-img{text-align:left}.tdi_3_595.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us