আইসিইউতে অ্যাটর্নি জেনারেল

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৪

.tdi_2_63f.td-a-rec-img{text-align:left}.tdi_2_63f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল শুক্রবার সকালে মাহবুবে আলমের পরিবারের সদস্য সুপ্রিমকোর্টের এডভোকেট শেখ মো. রিয়াজুল হক এ কথা জানান।তিনি বলেন, আজ (গতকাল) ভোরে তাকে আইসিইউতে নেয়া হয়েছে। তিনি কথা বলতে পারছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছেন তার জামাতা এডভোকেট শেখ রিয়াজুল হক। খবর বাসসের। গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচে ভর্তি হন। সর্বোচ্চ আদালতের এ জ্যেষ্ঠ আইনজীবী ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩-৯৪ সালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। পরে ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। মাহবুবে আলম বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধ মামলার মত অসংখ্য গুরুত্বপূর্ণ মামলা সাফল্যের সঙ্গে পরিচালনা করেছেন।.tdi_3_530.td-a-rec-img{text-align:left}.tdi_3_530.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us