ফরহাদ হোসেন ছিলেন মুক্তিযুদ্ধের আলোকবর্তিকা

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৮

.tdi_2_595.td-a-rec-img{text-align:left}.tdi_2_595.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});মুক্তিযোদ্ধা, সংগঠক ফরহাদ হোসেন স্মরণে শোকসভা গতকাল শুক্রবার পলগের উদ্যোগে সংগঠনের সভাপতি প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে বহদ্দারহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ফরহাদ হোসেন অলক ছিলেন বর্ণাঢ্য সংগ্রামী জীবনের আলোকবর্তিকা। মুক্তিযুদ্ধে অলকের মতো অসংখ্য তরুণ মা বাবাকে না বলে রণাঙ্গনে চলে গিয়েছিলেন। তিনি ছিলেন সাহসী দক্ষ সংগঠক। সভায় বক্তব্য দেন, অধ্যাপক অশোক সাহা, প্রাবন্ধিক শাকিল আহমদ, মাসিক আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার, সাহাদাত হোছাইন আহেদ, নুরুল আমিন সিকদার, এস এম মোখলেছুর রহমান, কামরুল ইসলাম দুলু, রফিক আহমদ খান, রফিকুল আজম চৌধুরী, মুহাম্মদ বাবুল হক বাবর, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, পরিবারের পক্ষে ক্যাপ্টেন মো. সাহিদ হোসেন, সাবরিনা তানিয়া। শোক সভা সঞ্চলনা করেন নিজামুল ইসলাম সরফী। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_f55.td-a-rec-img{text-align:left}.tdi_3_f55.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us