আল্লামা আহমদ শফীর ইন্তেকাল

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৩

.tdi_2_454.td-a-rec-img{text-align:left}.tdi_2_454.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});হেফাজতে ইসলামের আমীর ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার (হাটহাজারী মাদরাসা) সাবেক ‘মুহতামিম’ (মহাপরিচালক) আল্লামা শাহ আহমদ শফী আর নাই। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। এক উদ্ভূত পরিস্থিতির পর গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসার সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটি ‘মজলিশে শূরা’র বৈঠকে মুহতামিম পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর ২৪ ঘণ্টারও কম সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হেফাজতে ইসলামের এই আমীর। ১৯৮৬ সালে মাদ্রাসাটির মুহতামিম পদে নিয়োজিত হন তিনি। শাহ আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী তার বাবার মৃত্যুর সংবাদটি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে হাটহাজারী মাদ্রাসার মাইকেও মৃত্যুর খবর প্রচার করা হয়। দেশের এই প্রবীণ আলেমে দ্বীনের ইন্তেকালের খবরে হাটহাজারী মাদ্রাসাসহ বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালের সামনেও ভিড় করেন তার ভক্ত অনুরাগীরা। শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ২টায় হাটহাজারী মাদ্রাসা মাঠে শাহ আহমদ শফীর নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দাফন করা হবে উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে। গত রাত ৯টার দিকে রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতাল থেকে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় নিয়ে যাওয়া হয় শাহ আহমদ শফীর মরদেহ। সেখানে তাকে গোসল দেয়া হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টে ভোগার পাশাপাশি বার্ধক্যজনিত কারণে গত কয়েক বছর ধরেই আহমদ শফীর স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার রাতে মাদ্রাসার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর অসুস্থতা বোধ করেন তিনি। রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর বিকেল ৩টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। গত কয়েক বছরে তিনি বেশ কয়েকবার দেশ ও বিদেশের হাসপাতালে চিকিৎসা নেন। সর্বশেষ গত জুনে শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা দেখা দেওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় আল্লামা শাহ আহমদ শফীকে। শাহ আহমদ শফীর জন্ম রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে। বাসস জানায়, তার বয়স হয়েছিল ১০৪ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক। আল্লামা শফীর শিক্ষাজীবন শুরু হয় সরফভাটা কানুরহাট মাদ্রাসায়। এরপর পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসায় (পটিয়া জিরি মাদ্রাসা) পড়াশোনা করেন তিনি। পরে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা এবং ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়ও তিনি পড়াশোনা করেন। গত বৃহস্পতিবার পর্যন্ত টানা ৩৪ বছর ধরে তিনি হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) হিসেবে দায়িত্ব পালন করেন।.tdi_3_7c8.td-a-rec-img{text-align:left}.tdi_3_7c8.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us