বগুড়ায় যৌন হয়রানীর অভিযোগে চাকরি হারাচ্ছেন দুই শিক্ষক

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্রীকে যৌন হয়রানী করার অভিযোগের সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির বহিষ্কারের সুপারিশ করে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে পাঠানো হচ্ছে।

যৌন হয়রানির ঘটনায় গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে এই সুপারিশের ভিত্তিতে স্কুল ও কলেজে পরিচালনা পর্ষদের সভায় শিক্ষকদের চাকরিচ্যুতের সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ সভায় উপস্থিত ছিলেন। অভিযুক্ত দুই শিক্ষক হলেন ওই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ ও ইংরেজি বিভাগের শিক্ষক আবদুল মোত্তালিব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us