করোনাভাইরাস মহামারীর মধ্যে ঈদের পর রেমিটেন্স ধীরে ধীরে কমবে বলে ধারণা করা হলেও তা বরং বেড়েছে। চলতি সেপ্টেম্বর মাসের ১০ দিনেই প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৬০ কোটি ডলার রেমিটেন্স এসেছিল, যা ছিল মাসের হিসেবে সর্বোচ্চ। তার আগে জুনে মাসে এসেছিল ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।করোনাভাইরাস মহামারীর আঁচ বিশ্বের অর্থনীতিতে লাগার পর গত এপ্রিল মাসে রেমিটেন্স কমেছিল।