ঋণের বোঝা ১১৮ কোটি টাকা, ১ যুগ ধরে অচল মাগুরা টেক্সটাইল মিল
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৫
অপরিশোধিত ঋণসহ ১১৮ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে মাগুরা টেক্সটাইল মিলটি অচল অবস্থায় পড়ে রয়েছে।
মিলটি বন্ধ থাকা অবস্থায় বেশ কয়েকবার সার্ভিস চার্জ পদ্ধতিতে চালু করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিটিএমসি। যে কারণে সর্বশেষ ২০০৮ সাল থেকে এটি একেবারে অচল অবস্থায় পড়ে আছে। এ কারণে ভৌত অবকাঠামো সহ প্রায় ৪০ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে ব্যবস্থাপনা ব্যয় প্রতিবছর তিন কোটি টাকা সরকারকে লোকসান গুনতে হচ্ছে।