মেসি থাকলেন, কোম্যানের বার্সায় আর যা যা লাগবে

চ্যানেল আই প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:০৩

লিওনেল মেসিকে নিয়ে ধোঁয়াশা কেটে গেছে, আর্জেন্টাইন ফরোয়ার্ড নিশ্চিত করেছেন অন্তত আসছে মৌসুমে বার্সা ছাড়ছেন না। তাতে ক্লাবের বুক থেকে নেমে গেছে বিশাল পাথর বোঝা। নিশ্চিন্তে তাই প্রতি মৌসুমের মতো ফের নতুন খেলোয়াড় কেনার মঞ্চে নেমে পড়েছে কাতালান ক্লাবটি।

দায়িত্ব নেয়ার পর নতুন করে বার্সেলোনাকে সাজানো শুরু করেছেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান। আপাতত তার বেশি প্রয়োজন একজন স্ট্রাইকার ও সেন্ট্রাল ডিফেন্ডার।

কোম্যান দায়িত্ব নিয়েই লুইস সুয়ারেজকে ছেড়ে দেয়ার কথা বলেছেন। উরুগুয়ে তারকা নিজ দায়িত্বে ক্লাব খুঁজছেন। জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সুয়ারেজের শূন্যস্থানে ইন্টার মিলানের লৌতারো মার্টিনেজকে বেশি পছন্দ কাতালান ক্লাবটির।

ইন্টারের ভাইস-প্রেসিডেন্ট হাভিয়ের জানেত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা এ মৌসুমে লৌতারোকে বার্সায় যেতে দিতে চান না। যদি শেষপর্যন্ত ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকারকে না পায় বার্সা, যোগ্য বিকল্পও ঠিক করেছে তারা, সেটি হতে পারেন মেম্ফিস ডিপাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us