দু্র্দিনে চাল-ডাল-আলু পেয়ে ভিজলো বাউল শিল্পীদের চোখ

আরটিভি প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২০, ২০:২৬

‘আমার ভাঙ্গা তরী, ছেড়া পাল/ চলবে আর কত কাল/ ভাবি শুধু একা বসিয়া/ রে দয়াল, এভাবে আর চলবে কত কাল/ তরী কিনারায় ভিড়াইয়া/ ভাবি শুধু কাঁদিয়া/যাবে কী এমনি দিন হাল/ রে দয়াল, এভাবে আর চলবে কতকাল...’ জনপ্রিয় একটি বাউল গানের কলি এটি।

করোনায় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বায়রা গ্রামের বাউল শিল্পীদের অবস্থা এখন ওই গানের কলির চাইতেও খারাপ। কতদিন ধরে, কোথাও গানের আয়োজন নেই। বন্ধ হয়ে গেছে আয়-উপার্জন। নিদারুণ কষ্টে আছেন বাউল শিল্পীরা। অনেকের ঘরেই খাবার না থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ ধার-দেনায়ও জড়িয়ে পড়েছেন।
করোনাকালে সরকারি-বেসরকারি অনেক মানবিক সহায়তা কর্মসূচি চালু থাকলেও এসব বাউল শিল্পীদের ভাগ্যে সে ধরনের কোনো সহায়তাও জুটেনি। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ালে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে এমন চিন্তা থেকেই এগিয়ে এসেছে পরিবেশ বার্তা এবং 'চাল-ডাল-আলু' নামক দুটি প্রতিষ্ঠান। তারা গ্রামের ২০ বাউলশিল্পীর পাশে দাঁড়িয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us