কিন্তু দেশেই কি এখন রাজনীতি আছে?

প্রথম আলো প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:০০

বিএনপির জন্মদিনে দেশের প্রায় সব পত্রিকায় উপসম্পাদকীয় লেখা হয়েছে। কোনো রচনার লিখিত শব্দের বাইরেও রিড বিটুইন দ্য লাইনস বলে একটা বিষয় আছে, যা দ্বারা একজন পাঠক লেখকের দেওয়া তথ্যের বাইরেও আরও কিছু বিষয় বুঝতে পারেন। পাঠক বুঝতে পারেন ওই রচনার পেছনে লেখকের উদ্দেশ্য ও অভিপ্রায় কী। অদ্ভুতভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আসলেই একশ্রেণির বুদ্ধিজীবীর লেখার ‘অভিপ্রায়’ দেখে মনে হয়, সমালোচনার নামে তাঁরা আপ্রাণ চেষ্টা করেন বিএনপিকে খাটো, অযোগ্য প্রমাণ করে হতোদ্যম করে ফেলতে।

সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত ‘বিএনপি কি রাজনীতি করছে?’ শিরোনামের কলামে লেখক মারুফ মল্লিক এর একটা চমৎকার উদাহরণ। কলামটির প্রথম অনুচ্ছেদ এমন, ‘প্রতিষ্ঠার ৪২ বছরের মাথায় কেমন আছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি? সার্বিক বিষয়াদি বিশ্লেষণে দেখা যাচ্ছে, দিশাহীন, এলোমেলো সময় পার করছে দলটি। অগোছালো রাজনীতির ভারে ডুবে গেছে বিএনপি। কখন কী করবে, দলটির কে কী বলবে, বোঝা মুশকিল। বুদ্ধিদীপ্ত, গঠনমূলক রাজনীতি থেকে বিএনপির অবস্থান যোজন যোজন দূরে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us