‘বাংলাদেশের প্রথম সরকার গঠনে নিরাপদ আশ্রয়স্থল ছিল মুজিবনগর’
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০, ১২:০০
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের প্রথম সরকারের নিরাপদ আশ্রয়স্থল ছিল মুজিবনগর। মুজিবনগর সরকারের মাধ্যমে এদেশ স্বাধীনতা লাভ করে।
গতকাল রোববার রাতে মুজিববর্ষে ‘শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের ইতিহাস তুলে ধরে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, প্রথমে চুয়াডাঙ্গায় সরকার গঠন করা হবে- এমনটি ভাবা হয়েছিল। যেহেতু চুয়াডাঙ্গা বড় জেলা শহর ছিলো পাশাপাশি সেখানে ছিলো কমান্ডিং বাহিনী। কিন্তু চুয়াডাঙ্গাকে তৎকালীন প্রশাসনিক কর্মকর্তারা অনিরাপদ ভাবেন। নিরাপত্তা না থাকায় চুয়াডাঙ্গা থেকে পিছু হটে তৎকালীন সময়ের সরকার গঠনের দায়িত্ব থাকা কর্মকর্তারা। নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নেওয়া হয় মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননকে।