লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষের পরেই ভারতীয় নৌসেনা বড় পদক্ষেপ নিয়েছিল বলে দেশটির সরকারি সূত্রে দাবি করা হয়েছে। সরকারি সূত্রে খবর, গালওয়ান সংঘর্ষের পরেই দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধজাহাজ পাঠায় ভারত। ওই সাগরের অধিকাংশ অংশই নিজেদের বলে দাবি করে বেইজিং।