মেধাবীদের প্রবাসপ্রীতি ও আমাদের দায়িত্ববোধ

ইত্তেফাক মো. মাহমুদ হাসান প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ১০:৪২

ইউরোপ, উত্তর আমেরিকা সহ পৃথিবীর নানাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মেধাবী বাংলাদেশী, অবদান রাখছে সে সব দেশের অর্থনৈতিক উন্নয়নে। শিক্ষা, জনসাস্থ্য, প্রকৌশল, জ্বলানি সহ বিবিধ খাতে তাদের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। তাদেরই একটি বড় অংশ বাংলাদেশ থেকে দক্ষ পেশাদার ক্যাটাগরিতে, কেউ বা উচ্চতর শিক্ষা, গবেষণা, আবার কেউ বা উচ্চ মাধ্যমিক পর্যায় শেষ করে পৃথিবীর বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন করার উদ্দেশ্যে প্রবাসী হচ্ছেন। এদের সবাই নিজ নিজ পেশা ও মেধার বিবেচনায় শ্রেষ্ঠত্বের দাবীদার হলেও তাদের দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে সমাজে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া আছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, সরকারি/বেসরকারি মেধাবী আমলা, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক, গবেষক, ছাত্র উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন করে পড়াশুনার পাঠ চুকিয়ে দেশে না ফিরে স্থায়ীভাবে প্রবাসী হচ্ছেন, সে সব দেশের অর্থনৈতিক উন্নয়নে জাদুকরী ভুমিকা রাখলেও নিজ দেশে ফিরে আসছেন না। এ সমস্ত মেধাবী প্রবাসী বাংলাদেশি, নিজ দেশের উন্নয়নে ভুমিকা না রেখে কেনই বা তাঁরা চাপরাশি, ড্রাইভার, পাইক- পেয়াদা, অবারিত ক্ষমতা আর বিলাসের মোহ ত্যাগ করে, প্রতিনিয়ত জীবন সংগ্রামের কঠিন পথটিকে ই বেচে নিলেন? এর দায় কি শুধুমাত্র প্রবাসে বসতগড়া ব্যক্তিটির নাকি সমাজ তথা রাষ্ট্রযন্ত্রের উদাসীনতা ও এর জন্য দায়ী!!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us