ভারতে খবরের বাজারে পা রাখার ইঙ্গিত দিল ফেসবুক

এইসময় (ভারত) প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ১১:৩৫

দিনকয়েক আগেই বিদ্রোহ ঘোষণা করেছিল অস্ট্রেলীয় সরকার। তাদের দাবি ছিল, যার-তার খবর নিয়ে নিজেদের প্ল্যাটফর্ম ভরাচ্ছে গুগল আর ফেসবুক। সেই খবর দেখিয়ে একই সঙ্গে বিপুল অঙ্কের বিজ্ঞাপনী প্রচারও সেরে ফেলা হচ্ছে তালেগোলে। কিন্তু যে উৎস থেকে খবর আসছে, তার শুধু নামটাই সাইটে দেওয়া থাকছে। পারিশ্রমিকের বেলায় হাত দিয়ে 'জলও' গলছে না।

যে 'প্রথা' বন্ধ করতে অস্ট্রেলিয়া সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, এই বিষয়ে নতুন খসড়া আইন আনা হচ্ছে। যার মোতাবেক, গুগল-ফেসবুক'সহ যে কোনও সংস্থাকেই স্থানীয় কোনও সংবাদমাধ্যমের খবর (কন্টেন্ট) ব্যবহার করতে হলে তার জন্য নির্দিষ্ট মূল্য চোকাতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us