ভোপালের আকাঙ্ক্ষা শর্মা খুনে আগেই দোষী সাব্যস্ত হয়েছিল প্রেমিক উদয়ন দাস। আজ, বুধবার সেই খুনের ঘটনায় উদয়নের যাবজ্জীবন সাজা ঘোষণা করল বাঁকুড়ার ফাস্ট ট্র্যাক কোর্ট। আদালতের রায় শুনে উদয়ন অবশ্য নির্লিপ্ত। পুলিশ ভ্যান করে যাওয়ার সময় বলে, “আমার কোনও আফসোস নেই। এ বার হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব।”
২০১৭ সালে বাঁকুড়ার বাসিন্দা আকাঙ্ক্ষা শর্মা (২৮)-এর দেহ পাওয়া যায় ভোপালের সাকেত নগরে প্রেমিকের বাড়িতে একটি সিমেন্টের বেদির নীচে। এই ঘটনায় পরে গ্রেফতার হয় উয়দন দাস। খুন, অপহরণ, দেহ ও তথ্য লোপাটের মামলার দোষী সাব্যস্ত হয় সে। সরকারি আইনজীবী জানিয়েছেন, খুনের ঘটনায় উদয়ন দাসকে যাবজ্জীবন সাজা দিয়েছেন বিচারক। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ২ বছরের জেল। তথ্য লোপাটের ঘটনায় ২ বছরের জেল। ২ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। উদয়নের আইনজীবী জানান, তাঁরা উচ্চ আদালতে যাবেন। আকাঙ্ক্ষার পরিবার জানিয়েছে, তাঁরা ফাঁসির সাজা চাইছিলেন। কিন্তু আদালতের রায়কে সম্মান জানাতে হবে।