হিজরি নববর্ষে সরকারি ছুটি ঘোষণার দাবি

দৈনিক আজাদী প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৮:০২

.tdi_2_e27.td-a-rec-img{text-align:left}.tdi_2_e27.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});জাতীয়ভাবে হিজরি নববর্ষ বরণ এবং ওই দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে হিজরি নববর্ষ উদ্‌যাপন পরিষদ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানানো হয়। পরিষদের চেয়ারম্যান পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্‌ ও মহসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ শফিউল আলম, সহ-দপ্তর সচিব আলমগীর ইসলাম বঈদী, সাংস্কৃতিক সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী ও নির্বাহী সদস্য নুর রায়হান চৌধুরী প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়, মধ্যপ্রাচ্যসহ অনেক মুসলিম দেশে ১ মহররম হিজরি নববর্ষে সরকারি সাধারণ ছুটি পালিত হয়। তা বাংলাদেশেও অনুসৃত হতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_b23.td-a-rec-img{text-align:left}.tdi_3_b23.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us