নিউ মার্কেট এলাকায় বিলবোর্ডের চারটি খুঁটি অপসারণের নির্দেশ

দৈনিক আজাদী প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৭:০৬

.tdi_2_7d1.td-a-rec-img{text-align:left}.tdi_2_7d1.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন নগরীতে যেকোনো ধরনের বিলবোর্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নগরীর নিউমার্কেট এলাকায় চারটি বিলবোর্ডের খুঁটি অপসারণের নির্দেশ দেন তিনি। চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম জানান, জিপিওর সামনের মিড আইল্যান্ডে ৩টি ও নিউমার্কেটের প্রধান ফটকের বিপরীতে একটি বিলবোর্ডের খুঁটি ছিল। প্রশাসক মহোদয় এ চারটি বিলবোর্ডের খুঁটি অপসারণের নির্দেশ দেন। আমরা সেখানে গিয়ে খুঁটিগুলো অপসারণের উদ্যোগ নিলে মালিক নিজেই সেগুলো সরিয়ে ফেলার অঙ্গীকার করেন। এদিকে চসিক ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে আজ (বৃহস্পতিবার) সকালে চকবাজার থেকে ফুলতলা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় রাস্তার উভয় পাশের অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ ও পাঁচটি দোকানকে জরিমানা করা হয়। খবর বাসসের।.tdi_3_e17.td-a-rec-img{text-align:left}.tdi_3_e17.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us