ফুটপাতের সৌন্দর্য বর্ধনে বসানো বিলবোর্ড স্থাপনা উচ্ছেদ করা হবে : সুজন

দৈনিক আজাদী প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৬:৫২

.tdi_2_10b.td-a-rec-img{text-align:left}.tdi_2_10b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});ফুটপাতে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল স্থাপনা ও বিলবোর্ড উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। এর আগে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতগুলোতে যেসব প্রতিষ্ঠানের সাথে সৌন্দর্য বর্ধনের কাজের চুক্তি হয়েছে তা পর্যালোচনা করে প্রতিবেদন দেয়ার জন্য চসিকের আইন শাখাকে নির্দেশনা দেন তিনি। চসিক প্রশাসকের নির্দেশ অনুযায়ী ৪২টি সৌন্দর্য বর্ধন কাজের পর্যালোচনা প্রতিবেদন জমা দিয়েছে চসিকের আইন শাখা। চসিকের এক কর্মকর্তা জানান, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদে নগরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও ফুটপাতে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ৪২টি চুক্তি করেছে সিটি কর্পোরেশন। সৌন্দর্য বর্ধনের নামে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-নালা ও ফুটপাতের দোকান, অ্যাকুরিয়াম, যাত্রী ছাউনিতে স্টল, এটিএম বুথ, ফুটপাতে খাবার ও ওষুধের দোকান এবং ভাসমান দোকান স্থাপন করা হয়েছে। এই ব্যাপারে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন আজাদীকে জানান, ফুটপাতে সৌন্দর্য বর্ধনের নামে যেসব বিলবোর্ড-স্থাপনা রয়েছে সেগুলো অবশ্যই উচ্ছেদ করা হবে। মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করা হবে। সেগুলো যদি আইনগতভাবেও বরাদ্দ দেয়া হয় সেক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা নগরীর সৌন্দর্য বর্ধনের ৪২টি চুক্তিপত্র পর্যালোচনা করেছি এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা জমা দিয়েছি।.tdi_3_e58.td-a-rec-img{text-align:left}.tdi_3_e58.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us