ডি মারিয়া ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পিএসজি
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ০০:০০
অ্যাঞ্জেল ডি মারিয়া ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে ৩-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। তিন গোলেই অবদান রাখেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। নিজে করেন এক গোল। আর অ্যাসিস্ট করেন দুটি।
পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় ফরাসি জায়ান্ট পিএসজি। ডি মারিয়ার ফ্রিকিক থেকে হেডে লাইপজিগের জালে বল পাঠান ব্রাজিলিয়ান তারকা মার্কুইনহস।
৪২তম মিনিটে নেইমারের অ্যাসিস্টে ব্যবধান বাড়ান ডি মারিয়া। ৫৬তম মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে হেডে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন ডিফেন্ডার হুয়ার বার্নাট।
পঞ্চম ফরাসি ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠলো পিএসজি। ২০০৪ সালে ফ্রান্সের সবশেষ ক্লাব হিসেবে এই আসরের ফাইনালে উঠেছিল মোনাকো।
১৯৭০ সালে প্রতিষ্ঠার পর চ্যাম্পিয়ন্স লীগের প্রথম ফাইনালে পৌঁছাতে পিএসজির খেলতে হয়েছে মোট ১১০ ম্যাচ। প্রথম ফাইনালের পথে যা কোনো দলের সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড।
আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে আরেক ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওর। লিঁও জিতলে প্রথমবার অল ফরাসি ফাইনাল দেখা যাবে চ্যাম্পিয়ন্স লীগে।