সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

মানবজমিন প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ১০:১৯

সুপ্রিম কোর্টের অবকাশকালীন সব ছুটি বাতিল করা হয়েছে। করোনায় দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ বুধবার সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে   বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, গত ৬ই আগস্ট বৃহস্পতিবার বিকাল তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ সালের বর্ষপুঞ্জির ৬ই আগস্ট পরবর্তী অবকাশকালীন ছুটিসমূহ বাতিল করা হলো।এর ফলে সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারে থাকা ২৮শে আগস্ট থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের ছুটি এবং ২০শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল হয়ে গেল। এই সময় কোর্টও খোলা থাকবে।বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘ দিন আদালত বন্ধ থাকায় নিয়মিত আদালত খোলা এবং বার্ষিক ছুটি বাতিল চেয়ে সাত দফা দাবি জানিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গত ৮ই জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us