অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শ : রেজাউল করিম

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ০৭:২৩

.tdi_2_f30.td-a-rec-img{text-align:left}.tdi_2_f30.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন- সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর লক্ষ্য ছিল- ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়া। যেখানে থাকবে না খাদ্যের অভাব এবং মানুষের মাঝে ভেদাভেদ। অসহায় মানুষদের প্রতি অগাধ ভালোবাসা ছিল বঙ্গবন্ধুর বড় গুণ। আর দুর্ভোগ, দুর্দিনে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোই ছিলো তাঁর আদর্শ। আর সেই আদর্শকে ধারণ করে আওয়ামীলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অতীতেও এধারা চালু ছিল, ভবিষ্যতে তা আরও বেগবান হবে। গত ১৭ আগষ্ট স্থানীয় কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চসিক নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. মোরশেদ আলমের উদ্যোগে অসহায়দের মাঝে চাল বিতরণকালে এক সংক্ষিপ্ত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সাবেক কাউন্সিলর মোরশেদ আলমের সভাপতিত্বে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সুফীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, নগর আ.লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চউক বোর্ড সদস্য এম.আর.আজিম। উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, পাঁচলাইশ থানা আওয়ামীলীগ নেতা এস.এম হাশেম, ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক কমল বড়ুয়া, নাজমুল আহসান, নগর যুবলীগের সদস্য নুরুল আনোয়ার, সেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু প্রমুখ।.tdi_3_35c.td-a-rec-img{text-align:left}.tdi_3_35c.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us