গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় গ্রেপ্তার ৭

মানবজমিন প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০০:০০

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) থেকে কম্পিউটার চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সাতজন হলো- বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ছাত্র ও গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের বিল্লাল শরীফের ছেলে মাসরুল ইসলাম পনি শরীফ (২৩), একই উপজেলার বড়ফা শেখপাড়ার আবুল হোসেন শেখের ছেলে আ. রহমান সৌরভ শেখ (১৯), বড়ফা মধ্যপাড়ার আইয়ুব শেখের ছেলে হাসিবুর রহমান শান্ত (১৯), বড়ফা গ্রামের কামাল পাশা মিনার ছেলে নাইম উদ্দিন (৯), কুমিল্লার দেবিদ্বার থানার ইন্দ্রাকচর গ্রামের মৃত্যু সেলিম মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫), ময়মনসিংহের কোতোয়ালি থানার চোরখাই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (২৪) ও মাদারীপুরের রাজৈর উপজেলার বিশমপুরদী গ্রামের সালাম হাওলাদারের ছেলে নাজমুল হাসান (১৯)। জানা যায়, ৭ জনের মধ্যে দুলাল ও কবিরকে চোরাই ৩৪টি কম্পিউটারসহ ঢাকার ক্রিস্টাল ইন হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। পরে প্রযুক্তিগত সহায়তায় ঢাকা, গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চোর চক্রের অন্য ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্রফেসর নূর উদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। একইসঙ্গে ১৯ জন নিরাপত্তা প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এর আগেও ৩ দফায় বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২ শতাধিক কম্পিউটার চুরির ঘটনা ঘটে। মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান শনিবার রাত পৌনে ৯টার দিকে সাংবাদিকদের জানিয়েছেন, চুরির ঘটনায় আটক চোরদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত রাঘববোয়াল সহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গত ২০শে জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ল্যাব থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। উল্লেখ থাকে যে, পুলিশের কাছে আটক লোকপ্রশাসন বিভাগের ছাত্র মাসরুল ইসলাম পনি শরীফ পুলিশের কাছে বলেছে, সদর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাচ্চু শরীফের ভাই যুবলীগ নেতা পলাশ শরীফের নেতৃত্বে এ কম্পিউটার চুরি করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us