মিঠামইনে নৌকাডুবিতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

মানবজমিন প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ০০:০০

কিশোরগঞ্জের মিঠামইনে ঝড়োবাতাসের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার ৯ ঘণ্টা পর সালেহা আক্তার (৬৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর গ্রাম সংলগ্ন সাধুর বাঁধ এলাকার হাওর থেকে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সালেহা আক্তার উপজেলার ঘাগড়া ইউনিয়নের মালিউন্দ বড়বাড়ি গ্রামের মৃত সুলতান মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্র জানায়, সালেহা আক্তার দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন। স্বজনেরা কিশোরগঞ্জে তাকে চিকিৎসা করিয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঘাগড়ার মালিউন্দ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সালেহা আক্তারসহ ৮ জন করিমগঞ্জ উপজেলার চামটাঘাট থেকে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ভাড়া করেন। ৮ যাত্রীর মধ্যে একমাত্র নারী ছিলেন সালেহা আক্তার। পথে রাত সাড়ে ৮টার দিকে মিঠামিইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর গ্রাম সংলগ্ন সাধুর বাঁধ এলাকার হাওরে হঠাৎ ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে কেউ তীরে ওঠে, কেউ ঘটনাস্থলের কাছে থাকা জেলে নৌকায় ওঠে রক্ষা পেলেও সালেহা আক্তার নিখোঁজ হন। রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি। পরে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৪শ’ গজ ভাটিতে তার লাশ পাওয়া যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us