এতকিছুর পরেও সরছেন না বার্সা সভাপতি, কোপ অন্যদের ঘাড়ে

প্রথম আলো প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১২:০৩

ফুটবলে দলগুলোর মধ্যে বড় বড় পরিবর্তন কখন আসে? আসে তখনই, যখন দলের পারফরম্যান্স একেবারে তলানিতে গিয়ে ঠেকে। যখন উন্নতির আর কোনো আশা দেখা যায় না। উন্নতির আশায় দরকার হয় পরিবর্তনের। জার্মানির কথাই ধরুন। ২০০৪ সালের ইউরোতে প্রথম রাউন্ডে বাদ পড়ে যাওয়ার পর জোয়াকিম লো’র অধীনে পরিবর্তনের ডাক দিয়েছিল তাঁদের ফেডারেশন। ফলাফল? পরের দুই বিশ্বকাপের সেমিফাইনালে খেলে জার্মানি, জেতে ২০১৪ বিশ্বকাপ।

রিয়াল মাদ্রিদ বা জুভেন্টাসের উদাহরণটাও কম চমকপ্রদ নয়। রাফায়েল বেনিতেজের অধীনে হতোদ্যম হয়ে পড়া রিয়াল মাদ্রিদ পরিবর্তনের ডাক দিয়েছিল নিজেদের সাবেক খেলোয়াড় জিনেদিন জিদানকে সামনে রেখে। ফল? টানা তিন চ্যাম্পিয়নস লিগ। ম্যাচ পাতানো ও ফর্মহীনতায় তলানিতে ঠেকা জুভেন্টাস ফিনিক্স পাখির মতো জেগে উঠেছিল আন্তোনিও কন্তের ছোঁয়ায়। বার্সেলোনাও এখন অমনই এক তলানিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us