লামায় বন্য হাতির তাণ্ডব ৯ বাড়িঘর ভাংচুর

দৈনিক আজাদী প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ০৪:৫৭

.tdi_2_d27.td-a-rec-img{text-align:left}.tdi_2_d27.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});লামায় একপাল বন্যহাতি লোকালয়ে তাণ্ডব চালিয়েছে। টানা তিন দিনের তাণ্ডবে হাতির পালটি লামা সদর ইউনিয়ন ও রুপসী পাড়া ইউনিয়নে ৯টির অধিক কাচা ঘর ভাঙচুর করেছে। এসময় বিপুল পরিমাণ ধান ক্ষেত, কলা বাগান, বিভিন্ন ফলদ ও বনজ বাগানসহ জুম ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। ক্ষতিগ্রস্ত লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, তিন দিন আগে ১০-১২টি হাতি উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের টিয়ারঝিরি ও তদসংলগ্ন এলাকায় হামলা চালায়। এসময় হাতির পাল ওই এলাকার ২টি বাড়ি ভাঙচুর করে। এছাড়া তাদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় ২০ একর জমির ধান ক্ষেত, কলা বাগানসহ বিভিন্ন ফলদ বাগান ও জুম ফসল। এদিকে বন্য হাতির পালটি বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী লামা সদর ইউনিয়নের বৈক্ষমঝিরি, বেগুনঝিরি ও ছোটবমু এলাকায় তাণ্ডব চালায়। এসময় হাতির পাল এলাকার ৭টি কাচা ঘরবাড়ি ভাঙচুর করে। একই সাথে ক্ষেতের ফসলসহ ফলদ ও বনজ বাগানের ব্যাপক ক্ষতি সাধন করে। রুসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানান, বন্য হাতির হামলায় ক্ষয়-ক্ষতির বিষয়টি লামা বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, বন্য হাতির পালটি বর্তমানে ইউনিয়নের ছোট বমুর আগায় অবস্থান করছে। এ নিয়ে স্থানীয়রা আতঙ্কে রয়েছে। লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে।.tdi_3_e37.td-a-rec-img{text-align:left}.tdi_3_e37.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us