নতুন ট্রেন পাচ্ছে চবি

দৈনিক আজাদী প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ০৪:২৭

.tdi_2_ff5.td-a-rec-img{text-align:left}.tdi_2_ff5.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদেরকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চলেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গত বছর শাটল ট্রেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সফরকালে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের নতুন রেললাইন নির্মাণ ও নতুন ট্রেন চালু করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শেষ পর্যন্ত মন্ত্রী তাঁর দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চলেছেন। মন্ত্রীর নির্দেশ মোতাবেক গত ছয় মাস আগে থেকে রেললাইন নির্মাণের কাজ শুরু করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলে প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন। এর অংশ হিসেবে চট্টগ্রাম বটতলী স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত ২৮ কিলোমিটার রেললাইনের নতুনভাবে সংস্কারের কাজ চলছে। ইতোমধ্যে ২২ কিলোমিটার রেল লাইনের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী। অবশিষ্ট ৬ কিলোমিটার রেল লাইনের কাজ কোরবানির ঈদ উপলক্ষে বন্ধ থাকলেও তা আবার পুরোদমে শুরু হবে বলে জানান প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন। প্রধান প্রকৌশলী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল লাইনের কাজ প্রায় শেষ পর্যায়ে। গত বছর মন্ত্রী মহোদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সফরকালে রেল লাইনের অবস্থা খারাপ দেখে তাৎক্ষণিক ট্রেনের মধ্যেই বিশ্ববিদ্যালয় রেললাইন আধুনিকায়নের নির্দেশ দিয়েছিলেন। এরপর জরুরি ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি। সবুক্তিগীন বলেন, এই রেললাইন সার্বক্ষণিক মনিটরিং করছি। ইতোমধ্যে বেশ কয়েকবার গিয়ে রেললাইনের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। অল্প কাজ বাকি আছে, কিছুদিনের মধ্যে তা শেষ হবে। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেললাইন সংস্কারের ব্যাপারে মন্ত্রী মহোদয় অনেকবার বলেছেন। সেই কারণেই আমি গুরুত্ব দিয়ে কাজটি করছি। এখন ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে ট্রেন চলছে। পুরো ২৮ কিলোমিটার রেল লাইনের কাজ আধুনিকায়ন হয়ে গেলে এই রুটের ৬০ কিলোমিটার বেগে ট্রেন চলবে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে অনেক গতি আসবে। এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সরদার সাহাদাত আলী আজাদীকে জানান, ইতোমধ্যে মন্ত্রী মহোদয় আমাকে বেশ কয়েকবার কথা প্রসঙ্গে জানিয়েছেন আমাদের নতুন কোচ আসছে, নতুন কোচ আসলে বিশ্ববিদ্যালয় রুটে একটি নতুন ট্রেন দিতে হবে। এই ব্যাপারে আমাকে মন্ত্রী মহোদয় বারবার তাগাদা দিয়েছেনে। সর্বশেষ কোরবানির ঈদ উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত একটি বৈঠকে মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে নতুন ট্রেন দেয়ার বিষয়ে অবহিত করেন এবং প্রস্তুতি নিতে বলেন। পাশাপাশি তিনি রেল লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।.tdi_3_ef4.td-a-rec-img{text-align:left}.tdi_3_ef4.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us