কাম ডাউন, কাম ডাউন, এরপর গুলি...

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ০১:৩৬

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান ও সাহেদুল ইসলাম সিফাত। ফাইল ছবি ‘কাম ডাউন, কাম ডাউন। এরপর আমি গুলির শব্দ শুনি। তারপর আমি দেখলাম সিনহা স্যার মাটিতে পড়া। তখন আমি ভেবেছিলাম শরীরে লাগেনি, হয়তো ফাঁকা আওয়াজ করেছেন, উনি হয়তো মাটিতে শুয়ে পড়েছেন। তারপর দেখলাম উনার শরীর থেকে রক্ত বের হচ্ছে’ কক্সবাজারের শাপলাপুর চেকপোস্টে কী ঘটেছিল অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সাথে? জানতে চাইলে সাংবাদিকদের এমন কথা বলেন সিনহার সঙ্গী সাহেদুল ইসলাম সিফাত। সিনহার মৃত্যু খুব কাছ থেকে দেখেছেন, তার সফরসঙ্গী সিফাত। হত্যার সময় কি ঘটেছিলো সে বর্ণনা এবার উঠে এলো ঘটনার প্রত্যক্ষদর্শী সিফাতের মুখে। সম্পর্কিত খবর লিয়াকতের ‘অন্ধকার’ জগৎ, বেরিয়ে আসছে অবাক করা সব তথ্যসিনহা হত্যার তদন্তে গণশুনানি রোববারসিনহা হত‌্যায় যেই জড়িত থাকুক, আইনানুগ ব‌্যবস্থা: র‌্যাব সিফাত জানান, তথ্যচিত্রের জন্য ছবি ধারণ করতে বিকেলে পাহাড়ে ওঠেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা। তার সঙ্গী ছিলেন সিফাত। আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদেও বলেছিলেন, পাহাড়ে সিনহার সঙ্গে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us