নাঙ্গলকোটে পল্লী চিকিৎসক হত্যাকারীদের বিচার দাবি

মানবজমিন প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ০০:০০

কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের বাকিহাটি গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত পল্লী চিকিৎসক জামশেদ আলম ভুঁইয়ার (৭০) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে বক্সগঞ্জ ইউনিয়নের বাকিহাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা মাস্টার আবুল হাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ সদস্য আবুল হোসেন ভূঁইয়া, মাস্টার জালাল আহমেদ ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, নিহতের মেয়ে ফারজানা আলম ভূঁইয়া, লুৎফুন নাহার প্রমুখ। বক্তারা, পল্লী চিকিৎসক জামশেদ আলম ভূঁইয়াকে নির্মমভাবে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাকিহাটি গ্রাম থেকে শুরু হয়ে আজিয়ারা বাজারে এসে শেষ হয় উল্লেখ্য, গত ৭ই আগস্ট সন্ধ্যায় উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বাকিহাটি গ্রামের কাজী বাড়ির মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য জাকার উল্লাহ ও ব্যাংক ম্যানেজার নাসিম হায়দার শাহীনের নেতৃত্বে ১০/১২ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কাজী হুমায়ুন করির ও মুস্তাক আহমেদের লোকজনের ওপর হামলা করে। এসময় হামলায় পল্লী চিকিৎসক জামশেদ আলম ভুঁইয়াসহ অন্তত ১২জন আহত হয়। মাথায় গুরুতর আহত জামশেদ আলমকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us