তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল

মানবজমিন প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ০০:০০

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমন ভিডিও চিত্র দেখে তিতাসের সর্বস্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, ফরহাদ ফকির যখন ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছে তখনই উপজেলা জুড়ে চাউর পাচ্ছিল সে একজন মাদকাসক্ত। এমন খবরে নির্বাচনে তার কোনো জনপ্রিয়তা ছিল না কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও দলমত নির্বেশেষে জনপ্রিয়তার শীর্ষে ক্লিন ইমেজের নেতা মো. সাইফুল আলম মুরাদকে বিভিন্ন চাপ প্রয়োগ করে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এই মাদকাসক্ত ফরহাদ ফকির। সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারের চায়ের দোকানে ফরহাদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের খবর টপ অব দ্যা তিতাস নিউজে পরিনত হয়েছে। এদিকে তিতাসের বিভিন্ন পেশা-শ্রেণীর মানুষের মুখে মুখে প্রচার পাচ্ছে দ্রুত ফরহাদ ফকিরকে দল ও চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা না হলে তিতাসে মাদক আরো বৃদ্ধি পাবে। এছাড়াও তাহার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণের বিষয়টিও তিতাসের সর্বস্তরে চাউর পাচ্ছে। ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের বিষয়ে ফরহাদ ফকিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কোন কারণে হয়েছে, ভাই না লিখলে হয় না। তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, ফরহাদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও আমি দেখেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, তাই কোনো মন্তব্য করব না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us