করোনাকালে ইন্টারনেট চাহিদার চাপ সামাল দিতে পারাই বড় সাফল্য
প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ০০:০০
করোনাকালে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার মাধ্যমে দেশের ভার্চুয়াল জগৎ সচল রাখাও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। করোনাকালে ইন্টারনেট চাহিদার এ চাপ বেশ সফলভাবেই সামাল দিতে পেরেছেন বলে মনে করেন ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আজ সোমবার এনটিভি অনলাইনের সঙ্গে এক টেলিফোনে সাক্ষাৎকারের খ্যাতনামা এ প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার ৫ জি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, দেশের তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়াসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তুলে ধরেন তাঁর মন্ত্রণালয় ও সরকারের কর্মকাণ্ড। ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি।