লেবাননের ভবিষ্যত ঝুঁকিতে, দ্রুত সহায়তা প্রয়োজন: ম্যাক্রোঁ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ২১:১৮

ভয়াবহ বিস্ফোরণে লেবাননের ভবিষ্যত ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এ অবস্থায় দেশটির সহায়তায় দ্রুত এগিয়ে আসা বিশ্বনেতাদের দায়িত্ব বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বৈরুতের পাশে দাঁড়াতে রোববার আয়োজিত জরুরি দাতা সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে ম্যাক্রোঁ বলেন, ‘‘আজ আমাদের কাজ হল যত দ্রুত এবং কার্যকরভাবে সম্ভব মাঠ পর্যায়ে আমাদের সাহায্যের সমন্বয় করা। যাতে যথাসম্ভব শিগগিরই তা লেবাননের জনগণের কাছে পৌঁছানো যায়।”গত কয়েক বছর ধরে চরম রাজনৈতিক বিশৃঙ্খলা এবং বিশাল অংকের ঋণের বোঝার চাপে লেবননের অর্থনীতি বিধ্বস্ত অবস্থায় ছিল।তার মধ্যে গত মঙ্গলবার রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ দেশটিকে খাদের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে। বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫৮ হয়েছে। আহত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ। আড়াই লাখ মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।বিস্ফোরণের ‍দুইদিন পর গত বৃহস্পতিবার বৈরুত সফরে যান ম্যাক্রোঁ। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণের পর দ্রুত দেশটির দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে বিশ্বনেতাদের সঙ্গে রোববার অনলাইনে জরুরি সম্মেলন আয়োজন করেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us